ইসরাত জাহানের তিনটি কবিতা
ইসরাত জাহানের তিনটি কবিতা ইসরাত জাহানের তিনটি কবিতা… শিল্প-সাহিত্য শিল্প-সাহিত্য ডেস্ক 2022-05-17 ।। নিঃস্ব কেশোয়ারি ।। নিঃসঙ্গের সঙ্গী হয়ে নিঃস্ব হয়েছে কেশোয়ারি' হাওয়া তবু নেচেই গিয়েছে পেখম ছুঁয়ে, বিগত স্মৃতির সফর শেষে বর্তমান ঠোঁটে নিয়ে আঁতকে বেড়ানো সময় বাঁধা পড়ে ইউক্যালিপটাসের নবপাতার আনন্দে। ঝরা পাতার কোন ব্যথা নেই বলেই – বধূ নাকফুলের বেদনা ঢেকে রাখে […]