৬১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২, মতিঝিল

ঢাকা বিভাগ সারাবাংলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ , রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে

গ্রেফতারকৃতরা হলেন, সুমন (৪০) ও মেহেদী হাসান (২৪)।  গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, বুধবার রাত ৮টার দিকে মতিঝিল থানার টুইনবি সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে