৩৩ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছে পশ্চিম সীমান্ত দিয়ে

স্বাস্থ্য


ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে দেশটির ৩৩ লাখ নাগরিক নিজেদের বাড়িঘর ছেড়ে দেশটির পশ্চিম সীমান্ত দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে দেশ ছেড়েছেন। এছাড়াও বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা প্রায় ২০ লাখের উপর।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, শনিবার (১৯ মার্চ) ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এসব তথ্য জানিয়েছেন।

ভেরেশচুক জানান, রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের প্রধান অঞ্চলগুলো থেকে ১ লাখ ৯০ হাজারের বেশি বেসামরিক নাগরিককে মানবিক করিডোরের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১৯ মার্চ) কিয়েভ এবং লুহান্সক অঞ্চলের মানবিক করিডোরের পাশপাশি মারিওপোলে আংশিক মানবিক করিডোর চালু ছিলো বলেও তিনি জানান।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের ডেপুটি হেড কিরিলো টিমোশেঙ্কো জানিয়েছেন, এদিন ৪ হাজার ১২৮ জন নাগরিক বন্দর নগরী মারিওপোল ছেড়ে অন্যত্র চলে গেছেন।

বাংলাদেশ জার্নাল/এসএস