হঠাৎ করেই চীনে বেড়েছে করোনা, শনাক্ত দুই বছরে সর্বোচ্চ

স্বাস্থ্য


চীনে হঠাৎ করেই বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। দুই বছরের মধ্যে রোববার দেশটিতে সর্বোচ্চ ৩ হাজার ৪০০ জনের করোনা শনাক্ত হয়।

আল জাজিরা এ খবর জানিয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ কোটি ৭০ লাখ মানুষকে লকডাউনের আওতায় এনেছে দেশটি। চীন এখনও ‘জিরো কোভিড’ স্ট্র্যাটিজি অনুসরণ করছে।

প্রতিবেশি হং কংয়ে করোনা ভাইরাসের ওমিক্রন ধরন বেড়ে যাওয়ায় চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন প্রদেশের ১ কোটি ৩০ লাখ মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে।

আগামী ২০ মার্চ পর্যন্ত লকডাউন ও গণপরিবহণে যাতাযাতের ওপর নিষেধাজ্ঞা জারি অব্যহত থাকবে। চীনের অন্তত ১৮টি প্রদেশে ওমিক্রন ও ডেল্টা সংক্রমণ পাওয়া গেছে।

গত শনিবার থেকে চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন শহরের একাংশে লকডাউন ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে রোববার উত্তর কোরিয়ার সীমান্তবর্তী ইয়ানজি শহরের আরও প্রায় ৭ লাখ বাসিন্দাকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

২০১৯ সালের শেষদিকে এই চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

করোনার কারণে এ পর্যন্ত বিশ্বে ৬০ লাখের বেশি মানুষের প্রাণ গেছে। কিছু কিছু গবেষকদের দাবি, করোনার প্রকৃত মৃত্যু আরও অনেক বেশি।

বাংলাদেশ জার্নাল/ টিটি