ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হ্যাপি (৩০) ও তার শিশুকন্যা রেহানা (৩)।
বুধবার সন্ধায় ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ইফতারের পরপরই তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হ্যাপি ও তার শিশুকন্যা রেহানাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাংলাদেশ জার্নাল/এসকে