ঢাকার ধামরাইয়ে ১৩ জন হাফেজ দিয়ে কোরআন খতমের মধ্যেদিয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই শাখার সভাপতি মো. নাহিদ মিয়ার উদ্যােগে নিসচা’র অফিসে এই কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলার প্রায় অর্ধশত মসজিদে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বার্তাসহ দুর্ঘটনা রোধে জুমার নামাজে একযোগে দোয়া করা হয়।
নিরাপদ সড়ক চাই নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সড়ক দুর্ঘটনা রোধে নানা রকমের কার্যক্রম করে আসছে। সংগঠনের ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে ধামরাইয়ে সড়ক দুর্ঘটনা মহামারি আকার ধারণ করেছে। তাই মানুষকে সচেতন করার লক্ষ্যে জুমার নামাজের সময় উপজেলার প্রায় অর্ধশত মসজিদে একযোগে দোয়ার আয়োজন করা হয়। এর মধ্যেদিয়ে মানুষকে সচেতনমূলক বার্তা দেয়া হয়েছে।
তিনি বলেন, পাশাপাশি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতমের আয়োজন করেছি। উক্ত দোয়ায় দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের সুস্থতা কামনা ও যেসকল ব্যক্তি নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে