স্বেচ্ছাসেবক দলের ৪ ইউনিট কমিটি ঘোষণা

স্বাস্থ্য


স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলার ২টি এবং নোয়াখালী জেলার ২টি ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম, সিরাজগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃন্দের যৌথ সভায় সিরাজগঞ্জ জেলার ২টি ইউনিট কমিটি অনুমোদন দেয়া হয়। স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলার সভাপতি এস এম আনোয়ার হোসেন রাজেশ এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল কায়েস কাজিপুর পৌর কমিটি অনুমোদন করেন।

এছাড়া সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা এবং নোয়াখলী জেলার হাতিয়া উপজেলা ও পৌর কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন করা হয়।

সিরাজগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো হলো:

বেলকুচি উপজেলা: আহ্বায়ক মো. নুর আলম, সদস্য সচিব খায়রুল ইসলাম আইয়ুব, যুগ্ম আহ্বায়ক মো. রাজিব হোসেন, মো. রইছ উদ্দিন, মোহাম্মদ আলী, মো. জাহেদুল ইসলাম, মো. আব্দুল লতিফ, মো. জহুরুল ইসলাম, মো. হাফিজুল ইসলাম, মো. আজিজুল হক, মো. রাসেল সরকার, মো. আল আমিনসহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কাজিপুর পৌর: আহ্বায়ক মো. আব্দুল মান্নান সরকার, সদস্য সচিব মো. ফরিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, মো. তানভীর আহমেদ, মো. শামিম রেজা, মো. শফিকুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. সাইদুল ইসলাম, মো. রিপন মিয়াসহ ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নোয়াখালী জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো হলো:

হাতিয়া উপজেলা: আহ্বায়ক মো. নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব মো. সুমন তালুকদার, যুগ্ম আহ্বায়ক উসমান গনি, আমির আল কাউছার, মো. নাজিম উদ্দিন খিলজী (অপু), মো. নিজাম উদ্দিন, সম্পদ হাওলাদার রাজু, মো. আলী, রাশেদ হোসাইন, কামরুল হাসান, বাচ্চু মিয়া (বাবর আজম) সহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

হাতিয়া পৌর: আহ্বায়ক আকরাম হোসাইন, সদস্য সচিব খন্দকার সোহেল, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, রেদওয়ানুর রহমান রাসেল, মো. আব্দুর রহমান শামিম, মো. জামসেদ উদ্দিন, তৌহিদুল ইসলাম সম্পদ, আব্দুর হামিদ ইরান, মো. আফসার উদ্দিন মিলন, মো. হোসেন, আফসার হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিগুলোকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশ জার্নাল/কেএস/এমজে