১নং ওয়ার্ডে রাবেয়া বেগম (৩৫)-কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ওলিউল্লাহ্ (৪০) এর বিরুদ্ধে পারিবারিক কলহের জের ধরে বরগুনার আমতলী উপজেলার পৌর শহরের । এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় ওলিউল্লাহ্কে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকাল ৯ টার দিকে আমতলী পৌরসভার। নিহত রাবেয়া বেগম উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা এলাকার আবদুল আজিজ মোল্লার মেয়ে।
স্থানীয়দের সুত্রে জানা গেছে, উপজেলার গুলিশাখালী এলাকার মো. ছাত্তারের ছেলে ওলিউল্লাহ তার স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে প্রায় ১০ বছর আগে আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডে বসবাস শুরু করেন। অধিকাংশ সময়ই পারিবারিক কলহের বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে লোহার এঙ্গেল দিয়ে সোমবার সকালে ওলিউল্লাহ্ পিটিয়ে তার স্ত্রীকে অজ্ঞান করে।
স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার স্ত্রী রাবেয়াকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠা এবং স্বামী পালিয়ে যাওয়ার সময় তার আটক করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম হাওলাদার বলেন, পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
স্বামী ওলিউল্লাহ্কে আটক করেছে পুলিশ। তদন্ত চলমান আছে পরবর্তীতে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।