গত ২৫ মার্চ সৌদি আরবে বিভিন্ন বেসামরিক এবং জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মনে করে সৗদি আরবে বেসামরিক এলাকা এবং স্থাপনাগুলোকে লক্ষ্য করে বারবার ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আন্তর্জাতিক আইন ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।
এতে আরও বলা হয়, বাংলাদেশ হতাশার সঙ্গে লক্ষ্য করছে যে, গত ২৯ শে মার্চ রিয়াদে জিসিসি আয়োজিত শান্তি আলোচনার আগে হুথিদের হামলা হয়েছে। সন্ত্রাসবাদের এই অন্যায় ও কাপুরুষোচিত কাজগুলো সৌদি আরব এবং অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন করে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ সৌদি আরবের স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে যে কোনো হুমকির বিরুদ্ধে দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকল প্রচেষ্টার প্রতি অবিচল প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ।
বাংলাদেশ জার্নাল/এমজে