সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

স্বাস্থ্য


রোববার পুঁজিবাজারে পতন হলেও বাজার মধ্যস্থতাকারীদের সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠকের খবরে সোমবার পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে। সেই সাথে বেশিরভাগ কোম্পনির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৬১ পয়েন্ট দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫৮ দশমিক ১৬ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯২৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ৬৫ কোটি ৫৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৫৮ কোটি ৮৮ লাখ টাকার।

ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫৩টির এবং ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ৭৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

প্রসঙ্গত আগামী বুধবার ৩০ শে মার্চ বাজার মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক ডেকেছে বিএসইসি।

বাংলাদেশ জার্নাল/আ,র/এমএম