‘কাজটি করতে গিয়ে আমি যে ‘সাবরিনা’কে দেখেছি, আমার মনে হয়েছে সে আমার খুব পরিচিত একটা চরিত্র। কখনও কখনও জীবদ্দশায় এই চরিত্রটি আমি আমার মায়ের মধ্যে দেখেছি, আমার বোনদের মধ্যে দেখেছি। এক কথায়, আমি এই চ্যালেঞ্জটা ফেইস করেছি। ‘সাবরিনা’ অপরিচিত কেউ না, আমার দেখা সমাজের হাজারো নারী। আমার যে অভিজ্ঞতা এবং নির্মাতা যেভাবে এই চরিত্রটিকে দেখতে চান, দুটোকে মিলিয়ে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’- সম্প্রতি হয়ে যাওয়া ‘সাবরিনা’ সিরিজের সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা।
শুরু থেকে জানা গিয়েছিলো যে, এটি নারীকেন্দ্রিক গল্প; যেখানে নাম ভুমিকায় দেখা যাবে দুটি চরিত্রকে। এই দুটি চরিত্রই সমাজের সকল নারী ও মেয়েকে উপস্থাপন করবে এই গল্পে। সেই প্রধান দুই চরিত্রের একজন অর্ষা। তার চোখে ‘সাবরিনা’ কে এবং কেমন; এমন প্রশ্ন রাখা হলে তিনি বলেন,
‘ভিক্টিম ‘সাবরিনা’ একদমই সাধারণ পরিবারের মেয়ে, যার কোন উচ্চাশা নেই। তার জীবনে যা আছে সেটা নিয়েই সে ভীষণ সুখী এবং সে এভাবেই বাকী জীবনটা চালিয়ে নিয়ে যেতে চায়। যেই মেয়েটি উচ্চাভিলাষী নয় সেই মেয়েটিও যে যেকোন সময় বিপদে পড়তে পারে এবং প্রতিবাদ করতে গিয়ে যে জটিলতাগুলো তৈরি হয়, সেসব বিষয় এখানে তুলে ধরা হয়েছে। অন্যের ভালো করতে গিয়েও যে বিপদে পড়তে হয় সেটাও দেখানো হয়েছে।
দুটি নারী চরিত্রের প্রেক্ষাপটে এর গল্প সামনে এগিয়ে যায়। সমাজে চলার পথে নারীদের যে বাঁধার সম্মুখীন হতে হয় এবং সেখান থেকে উৎরে আসার গল্পই বলা হয়েছে এখানে। এরমধ্যে আমি করেছি ‘সাবরিনা’র ভিক্টিম চরিত্রটি।’
চরিত্রের প্রস্ততি সম্পর্কে এই লাক্সতারকা বলেন, ‘যখন কোন চ্যালেঞ্জিং চরিত্র করতে বলা হয় যেই চরিত্রটি আমি আগে কখনও দেখিনি সেটার প্রস্ততি একরকম হয় আবার যে চরিত্রটি আমি সবসময় দেখে এসেছি, তার বেলায় অন্যরকম হয় এবং সেটা খুবই সূক্ষ্মভাবে করতে হয়। সেদিক থেকে এই গল্পের যে চরিত্রটি, এই চরিত্রটিকে আমাদের আশেপাশে আমরা সবাই-ই কম বেশি দেখেছি। যার জন্য চরিত্রটিকে নিয়ে ভাবতে হয় খুবই সূক্ষ্মভাবে। প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো, আমি চেষ্টা করেছি সেই সূক্ষ্ম আমিটাকে উপস্থাপন করতে যেটা দেখে প্রত্যেকটা নারী উপলব্ধি করতে পারে যে, হ্যাঁ আমি এটা ফেইস করেছি। আমাদের সবারই চেষ্টা ছিলো গল্পের সঙ্গে চরিত্রের গাঁথুনিটা যেন মজবুত হয়। এখন বাকিটা দর্শকরা দেখার পরই বুঝতে পারবেন।’
সমাজের ভিন্ন দুই স্তরের দুই নারীর গল্প নিয়ে নির্মিত ৮ পর্বের ওয়েব সিরিজ ‘সাবরিনা’ ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইতে চলতি মাসেই মুক্তি পাবে। দুই সাবরিনার গল্প বলার মাধ্যমে সমাজের সব নারীর অবস্থান ফুটিয়ে তোলা হবে সিরিজটিতে। সিরিজটির দুই কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা ও মেহ্জাবীন চৌধুরী। ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণের পরিচালনায় এখানে আরও অভিনয় করেছেন রুনা খান, সাঈদ জামান শাওন, ইন্তেখাব দিনার, ইয়াস রোহান, হাসান মাসুদ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের খান, ডাঃ এজাজ প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/আইএন