সুপ্রিম কোর্টের বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি দেখা উচিত ছিলো : ইমরান খান

স্বাস্থ্য


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সাধারণ জনগণের উদ্দেশে শুক্রবার ভাষণ দিয়েছেন। এ সময় কোনো ‘ইমপোর্টেড গভর্নমেন্ট’ মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খান। এসময় আগামী রোববার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে দেশবাসীকে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ কর্মসূচীতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে গত ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম সুরি। তবে বৃহস্পতিবার এক রায়ে কাশিম সুরির ওই সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে ফের অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি করার আদেশ দেন সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের এই রায়ের পরই বিষয়টি নিয়ে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেয়ার ঘোষণা দেন ইমরান খান।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, ভাষণে প্রথমেই ডেপুটির স্পিকারের নির্দেশনার পক্ষে অবস্থান নিয়ে ইমরান খান বলেন, সংবিধানের আলোকেই ডেপুটি স্পিকার অ্যাসেম্বলি স্থগিত ও অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন।

এরপর নিজের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের কথা বলতে গিয়ে আবারও বিদেশি ষড়যন্ত্র তত্ত্ব হাজির করেন ইমরান খান। এসময় তিনি বলেন, অনাস্থার পেছনে বিদেশি হস্তক্ষেপ রয়েছে। তার কথায়, আমি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি তাদের দেখা উচিত ছিলো। এটা অতি ভয়ংকর একটি অভিযোগ। একটা ভিনদেশি রাষ্ট্র ষড়যন্ত্রের মাধ্যমে একটা নির্বাচিত সরকার উৎখাত করতে চাইছে।

ইমরান প্রত্যাশা করছিলেন, রায়ের আগে অন্তত বিষয়টি খতিয়ে দেখবেন সুপ্রিম কোর্ট। তার ভাষায়, আমরা সত্য বলছি কিনা তা নিশ্চিত হতে সুপ্রিম কোর্ট অন্তত একবার বিদেশি ষড়যন্ত্রের নথিগুলো খতিয়ে দেখতে পারতেন। আমি হতাশ কারণ এটা একটা বিরাট ইস্যু। এটি গুরুত্ব দিয়ে দেখার দরকার ছিল। কিন্তু এ নিয়ে সুপ্রিম কোর্টে কোনো আলোচনাই হয়নি।

ভাষণে পাকিস্তানের চলমান রাজনীতি ও গণতন্ত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশে রাজনৈতিকদের বিবেক বেচাকেনা চলছে। তার কথায়, শিশুরাও জানে, এখানে অর্থের কাছে বিবেক বিক্রি হচ্ছে।

চলমান রাজনীতি নিয়ে ইমরান খান আরও বলেন, এটা কোন ধরনের গণতন্ত্র। কোন দেশের গণতন্ত্র দিনে দুপুরে এমন বিবেক বিক্রির কথা বলে?

তিনি বলেন, পাকিস্তানের তরুণদের সামনে আমরা কি উদাহরণ রেখে যাচ্ছি। তারা যদি দেখে রাজনীতিবিদরা তাদের বিবেককে বিক্রি করে দিচ্ছে, তাহলে তারা কি শিখবে?

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত মেনে নেয়ার ঘোষণা ইমরান খানের

বাংলাদেশ জার্নাল/কেএ