সুন্দরবনে হরিণের মাথাসিহ ৪৭ কেজি মাংস জব্দ

সর্বশেষ আপডেট

হরিণ শিকারের মহোৎসব চলছে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগে । শনিবার রাতে বাগেরহাটের মোংলার দিগরাজ বাজার এলাকা থেকে কোস্টগার্ডের সদস্যরা ৪৭ কেজি মাংস ও একটি হরিণের মাথাসহ ৩ চোরা শিকারিকে আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই হরিণের মাংসসহ আরও এক পাচারকারী আটক হয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধের উপর থেকে ২০কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বনরক্ষীরা। সে পরিবার নিয়ে শরণখোলার রায়েন্দা বাজারে ভাড়া বাসায় থাকেন। আটক মিলন যশোরের ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের আ.লতিফ মোড়লের ছেলে।
জবানবন্দিতে হরিণের মাংস পাচারকারী আটক মিলন জানায়, গত শুক্রবার উপজেলার ঢালীরগোপ এলাকার হাবিব তালুকদার ও তানজের বয়াতী গ্রামের মৎস্য ব্যবসায়ী চান্দুর সঙ্গে ট্রলারে সুন্দরবনের কটকা এলাকায় হরিণ শিকার করে তা জেলেদের কাছে বিক্রির জন্য পাঠায়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, গোপন সূত্রের খবরনুযায়ী স্টেশনের ও দাসের ভাড়ানী টহল ফাঁড়ির বনরক্ষীরা দুই দিক দিয়ে অভিযান চালিয়ে পাচারকারী মিলনকে আটক করেন। এসময় মিলনের কাছ থেকে একটি ব্যাগ ভর্তি ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
স্টেশন কর্মকর্তা জানান, হাবিব তালুকদার ও তানজের বয়াতীর নামে বন বিভাগের একাধিক মামলা রয়েছে। আটক মিলনের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।
হরিণ শিকারের মহোৎসব চলছে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগে । শনিবার রাতে বাগেরহাটের মোংলার দিগরাজ বাজার এলাকা থেকে কোস্টগার্ডের সদস্যরা ৪৭ কেজি মাংস ও একটি হরিণের মাথাসহ ৩ চোরা শিকারিকে আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই হরিণের মাংসসহ আরও এক পাচারকারী আটক হয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধের উপর থেকে ২০কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বনরক্ষীরা। সে পরিবার নিয়ে শরণখোলার রায়েন্দা বাজারে ভাড়া বাসায় থাকেন। আটক মিলন যশোরের ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের আ.লতিফ মোড়লের ছেলে।
জবানবন্দিতে হরিণের মাংস পাচারকারী আটক মিলন জানায়, গত শুক্রবার উপজেলার ঢালীরগোপ এলাকার হাবিব তালুকদার ও তানজের বয়াতী গ্রামের মৎস্য ব্যবসায়ী চান্দুর সঙ্গে ট্রলারে সুন্দরবনের কটকা এলাকায় হরিণ শিকার করে তা জেলেদের কাছে বিক্রির জন্য পাঠায়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা স্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, গোপন সূত্রের খবরনুযায়ী স্টেশনের ও দাসের ভাড়ানী টহল ফাঁড়ির বনরক্ষীরা দুই দিক দিয়ে অভিযান চালিয়ে পাচারকারী মিলনকে আটক করেন। এসময় মিলনের কাছ থেকে একটি ব্যাগ ভর্তি ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
স্টেশন কর্মকর্তা জানান, হাবিব তালুকদার ও তানজের বয়াতীর নামে বন বিভাগের একাধিক মামলা রয়েছে। আটক মিলনের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।