দেশের আনাচে-কানাচে প্রতিনিয়ত নানান ধরনের ঘটনা ঘটে। কোথাও সড়ক দুর্ঘটনা, কোথাও অগ্নিকাণ্ড, চুরি-ডাকাতি, হত্যাকাণ্ড, গুম-খুনসহ কতো ঘটনা! এর সবই উঠে আসে সংবাদমাধ্যমে। রোজকার দিনে তথ্যের কোনো বিকল্প নেই। আর এ তথ্যের জোগান দেয় দেশের জাতীয় দৈনিকগুলো। আর এ দৈনিকগুলোর প্রধান সব শিরোনাম নিয়েই আমাদের নিয়মিত আয়োজন ‘আজকের পত্রিকা’।
২৫ নভেম্বর দৈনিক পত্রিকারগুলোর গুরুত্বপূর্ণ সব খবরের শিরোনাম:
বাংলাদেশ জার্নাল: তীব্র হচ্ছে রোহিঙ্গা সংকট
প্রথম আলো: স্বামী-স্ত্রীর ৬১৫ কোটি টাকার অবৈধ সম্পদ
যুগান্তর: মৃত মুক্তিযোদ্ধার প্লটও দখল করে মনির
ইত্তেফাক: দ্রুত উদ্যোগ না নিলে অর্থনীতির দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা
সমকাল: কারখানা সিলগালা করেও বন্ধ হচ্ছে না নকল পণ্য
দেশ রূপান্তর: সাভারের দখলরাজ ‘ব্লাক ডায়মন্ড’ শাহাদাৎ
বাংলাদেশ প্রতিদিন: হাসিনার সঙ্গে বৈঠকে মোদি ভ্যাকসিন বণ্টন সময়সূচি জানাবেন
বণিকবার্তা: রেমিটেন্সে জোয়ার এনেছে এজেন্ট ব্যাংকিং
কালের কণ্ঠ: জটিল আেইনি প্রক্রিয়ায় বাড়ছে বিচারহীনতা
বাংলাদেশ জার্নাল/এইচকে