অনলাইন সংবাদমাধ্যম আমাদের সময় ডটকম-এর জ্যেষ্ঠ সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার সকালে আব্দুল্লাপুরের নিজ বাসায় শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন তিনি। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে নিয়ে যাওয়া হয় রাজধানী ঢাকার উত্তরা লুবানা জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবুল বাশার নুরুর বন্ধু ও ঘনিষ্ঠজন জ্যেষ্ঠ সাংবাদিক আশীষ কুমার দে তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নুরু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এর আগে বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন।
বাংলাদেশ জার্নাল/এমএস