ইউক্রেনে রুশ সেনাদের অগ্রাসনের ২৬তম দিনে কৃষ্ণ সাগর এবং আজভ সাগরে অবস্থিত সব ইউক্রেনীয় বন্দর বন্ধ ঘোষণা করেছে ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনীয় বন্দরগুলোতে সব ধরনের জাহাজ প্রবেশ কিংবা প্রস্থান সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর আগে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরু করার পরই ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির বন্দরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত ঘোষণা করেছিলো।
অন্যদিকে গত রোববার ইউক্রেনের মারিওপোলে রুশ হামলায় ইউরোপের অন্যতম বৃহত্তম লোহা ও স্টিল কারখানা আজভস্টাল ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। রুশ বাহিনী অবরুদ্ধ করে রেখেছে শহরটি। এছাড়া দেশজুড়ে বিভিন্ন শহরে ব্যাপক গোলাবর্ষণ চালাচ্ছে রুশ সেনারা।
বাংলাদেশ জার্নাল/কেএ