লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বাস্থ্য


লক্ষ্মীপুর জেলা প্রশাসনের ইফতার ও দোয়া অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়েছে। জেলার সকল স্তরের মানুষের অংশগ্রহণে এ ইফতার আয়োজন একে অপরের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জো আসনের সাংসদ ড. আনোয়ার খান।

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল, জেলা জজ (নারী ও শিশু) সিরাজদৌলা কুতুবী, পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া। এছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ দোয়া ও ইফতার মাহফিল অংশগ্রহণ করেন।

ইফতারের আগে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে দেশের সকল মানুষের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করে ইফতার করেন অতিথিরা।

বাংলাদেশ জার্নাল/এসকে