রুশ সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকা থেকে। তবে রাশিয়া এখন সেই সেনাদের দোনবাসে জড়ো করছে বলে যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন।
সোমবার ওই কর্মকর্তা জানিয়েছেন, সেনাদের নতুন রশদ ও নতুন করে দোনবাসে ও দোনবাসের উত্তর-দক্ষিণ দিকে জড়ো করছে রাশিয়া। তবে ওই কর্মকর্তারা মনে করেন, এখনই রাশিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না।
এদিকে এর আগে সোমবার রাশিয়া দাবি করে, তারা ইউক্রেনের কাছে থাকা এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এগুলো স্লোভাকিয়া থেকে ইউক্রেনে পাঠানো হয়েছিলো।
স্লোভাকিয়ার পাঠানো এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিনিপ্রো বিমান বন্দরের কাছে ছিলো। তবে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার এমন দাবির সত্যতা তারা খুঁজে পাননি।
এছাড়া ইউক্রেন ও স্লোভাকিয়ার পক্ষ থেকেও দাবি করা হয়েছে, এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবিটি মিথ্যা। সূত্র: বিবিসি
বাংলাদেশ জার্নাল/কেএ