রুশ বাহিনীর হয়ে ইউক্রেনে যুদ্ধ করতে চায় ইথিওপিয়ানরা

স্বাস্থ্য


ইউক্রেনে যুদ্ধ করার জন্য বাইরের দেশ থেকে যোদ্ধা নিচ্ছে রুশ বাহিনী, এমন গুজব শোনার পরই পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় বহু মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে ইথিওপিয়ার বহু মানুষ রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত রুশ দূতাবাসের সামনে ভিড় করছেন। তারা অধিকাংশই যুবক।

রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে চাইলেও তাদের জন্য একরাশ হতাশাই উপহার দিয়েছে রুশ দূতাবাস। মুখপাত্র মারিয়া চেরনুখিনা জানিয়েছেন, রাশিয়ার প্রতি সমর্থন জানানোর জন্য একাহ্নে প্রচুর মানুষ আসছেন। তাদের মধ্যে কেউ কেউ বলছেন যেকোনো উপায়ে রাশিয়াকে সাহায্য করতে ইচ্ছুক। কিন্তু দুঃখের বিষয় যে, আমরা রিক্রুটিং এজেন্সি নই।

এছাড়াও পূর্ব আফ্রিকার দেশটিতে রুশ কর্তৃপক্ষ কোনো নিয়োগ কর্মকাণ্ড পরিচালনা করছে না।
এদিকে, রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক ইথিওপিয়ানদের অনেকেই তাদের ব্যক্তিগত কাগজপত্র নিয়ে রুশ দূতাবাসে হাজির হচ্ছেন। অনেকেই বলছেন, তারা রাশিয়ায় উচ্চ মজুরিতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে গুজবও শুনেছেন।

বাংলাদেশ জার্নাল/এসএস