রিয়ালকে ৪ গোলের লজ্জায় ডুবিয়ে এল ক্ল্যাসিকোয় দুর্দান্ত বার্সা

স্বাস্থ্য


শেষ পাঁচ এল ক্ল্যাসিকোর একটিতেও জয় নেই বার্সার। ঘরের মাঠ বা প্রতিপক্ষ রিয়ালের মাঠ, ধরাশয়ী হয়েছে সবখানেই। আজকের ম্যাচটা ছিলো রিয়ালের মাঠে। ম্যাচের আগে যে কোন ফুটবল ভক্তের বাজিটাও ছিলো তাই রিয়ালের পক্ষেই। তবে মাঝের দুর্বিষহ সময় পার করে জাভির কোচিংয়ে ধীরে ধীরে পুরনো রূপে ফিরতে থাকা বার্সা ইঙ্গিত ঠিকই দিয়ে রেখেছিলো তারাও ছেড়ে কথা বলবে না।

শুধু ছেড়েই কথা বলেনি বার্সা, রিয়ালকে নিজেদের মাঠে রীতিমত লজ্জায় ডুবিয়ে এল ক্ল্যাসিকোর জয়খরা কাটিয়ে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। নিজের প্রথম এল ক্ল্যাসিকোতেই জোড়া গোল করেছেন পিয়েরে এমরিক অবেমেয়াং। দলের বাকি দুই গোল করেছেন রোনাল্ড আরাউজো আর ফেরান টোরেস।

বিস্তারিত আসছে…

বাংলাদেশ জার্নাল/এসএস