রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নৈতিক ও আইনিভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ডাকসুর সাবেক এই ভিপি।
রব বলেন, রাষ্ট্রীয় পদক প্রদান ও বাতিলের খেলায় যোগ্য বা পদকপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিরা মর্যাদাহানির ঝুঁকিতে পড়েছেন, যা অত্যন্ত বিব্রতকর ও অনাকাঙ্ক্ষিত।পদক প্রদানে সরকারের অদক্ষ ও স্বেচ্ছাচারী আচরণে প্রমাণ হয়, নির্বাচন ও উন্নয়নসহ রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রেই অযৌক্তিক ও অগ্রহণযোগ্য পদক্ষেপে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
ক্ষমতা ধরে রাখার লক্ষ্য বাস্তবায়নে সরকার রাষ্ট্রের অভ্যন্তরীণ ভারসাম্যকে বিনষ্ট করছে—দাবি করে রব বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নৈতিক ও আইনিভাবে ধ্বংস করা হয়েছে। যোগ্যদের আড়াল করা এবং অযোগ্যদের টেনে-হিঁচড়ে উপরে তোলার সরকারের এ সংস্কৃতি ভয়ংকর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।
রাষ্ট্রকে ক্রমাগতভাবে আইনের শাসন এবং নৈতিক অনুশাসন থেকে বিচ্যুত করে অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার আওয়ামী লীগের চাতুর্যপূর্ণ পদক্ষেপ জাতীয় মননে চরম হতাশার জন্ম দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ জার্নাল/এআর/এমএস