রাশিয়ার সামরিক গবেষণা প্রতিষ্ঠানে আগুন, প্রাণ গেলো ৬ জনের

স্বাস্থ্য


রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় তিভার নগরীতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজে নিয়োজিত দেশটির একটি সামরিক গবেষণা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ছয়জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার টেলিভিশনে পরিবেশিত ভিডিও ফুটেজে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অব রাশিয়ান এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস’র চারতলাবিশিষ্ট হলুদ রঙয়ের ভবনের ভেতর থেকে ধোয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সম্প্রচারকরা জানান, আগুনের হাত থেকে বাঁচতে এ প্রতিষ্ঠানের অনেক কর্মচারী ভবনের একেবারে ওপরতলার জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিভার আঞ্চলিক সরকার জানায়, সেখানে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস পরিবেশিত খবরে বলা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ প্রতিষ্ঠান রাশিয়ার বিমান ও মহাকাশ প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণার ওপর গুরুত্ব দেয়ার পাশাপাশি বিমান বিধ্বংসী নতুন পদ্ধতি উদ্ভাবনে কাজ করে। সূত্র: বাসস।

বাংলাদেশ জার্নাল/টিটি