অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সহায়তা করলে চীনকে ফল ভোগ করতে হবে। এ ধরনের পদক্ষেপ হবে ‘ঘৃণ্য’ বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি চীনের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেন। বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম আরটি এ খবর জানিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে চীনের অস্বীকারকে কেন্দ্র করে কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মরিসন বলেন, অস্ট্রেলিয়া দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে তার মিত্রদের সঙ্গে কাজ করবে।
বুধবার তিনি বলেন, ‘এ নিয়ে যুক্তরাষ্ট্র বেশ পরিষ্কার করে জানিয়েছে; আমরা সেসব বক্তব্যকে সমর্থন জানাই।’
এ সময় অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ইউক্রেনে ‘রাশিয়ার আগ্রাসন ও ভয়ানক সহিংসতা’র শেষ দেখার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। একইসঙ্গে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।
যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন ৩০ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।
সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।
ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে।
রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ জার্নাল/ টিটি