রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফিড মিলের সামনের যাত্রীবাহী বাস ও মাছ বহনকারী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পথচারী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত পথচারী নারীর (৩৫) পরিচয় শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে একটি লোকাল বাস (ফরিদপুর ব-০২-০০০৫) কুষ্টিয়া যাচ্ছিলো। বাসটি গোয়ালন্দ ফিড মিল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মাছ বহনকারী ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় রাস্তা দিয়ে যাওয়া এক নারী দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/কেএ