রাজধানীর গুলশানে সড়কে পিকআপ থেকে পড়ে আব্দুল লতিফ (৪৮) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বিশ্বনাথ পুর গ্রামে। তিনি বর্তমানে নর্দায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের বোনজামাই মানিক মিয়া জানান, আব্দুল লতিফ কাঁচামাল ব্যবসায়ী। নর্দা মসজিদ সংলগ্ন তার দোকান রয়েছে। আব্দুল লতিফ রাত বারোটার দিকে বাসা থেকে কাওরান বাজারে মালামাল কিনতে গিয়েছিলেন।
জানা গেছে, দুর্ঘটনার সময় মালামাল কিনে পিকআপ ভ্যানে করে নর্দার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। গুলশান-২ এভিনিউ রোডে পিকআপ ভ্যানটি একটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে পিকআপ ড্রাইভারের বাম পাশ থেকে তিনি পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত অবস্থায় লতিফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ জার্নাল/কেএ