রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত

স্বাস্থ্য


রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় বিলকিস বেগম (৫৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন।

রোববার রাত ৭টায় বনানী থানার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় বিলকিস বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় বিলকিস নামে ওই নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা বাসটি আটক করেছি। তবে চালক পালিয়ে গেছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বনানী থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিলো। আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সম্পর্কে বনানী থানাকে জানানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেএ