রাজধানীতে বাসায় ঢুকে ব্যবসায়ীকে হত্যা

স্বাস্থ্য


রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় ঢুকে শামসুদ্দিন খান নামের এক ব্যবসায়ী হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুরের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে ৮০ নম্বর বাড়ির পাঁচতলায় এই হত্যাকাণ্ড ঘটে। ছুরিকাহত ব্যবসায়ীকে স্বজনেরা উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস বলেন, কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং বাসা থেকে কোনো কিছু খোয়া গেছে কি না, সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে।

জানা যায়, দুপুরের দিকে নিহত ব্যক্তির আত্মীয়সহ তিনজন ওই বাসায় যান। এর মধ্যে শামসুদ্দিনের নাতনির স্কুল ছুটির সময় হয়ে গেলে তিন অতিথিকে বাসায় রেখে শামসুদ্দিনের স্ত্রী স্কুলে চলে যান নাতনিকে আনতে। স্কুল থেকে নাতনিকে নিয়ে বাসায় ফিরে দেখেন, দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকির পর অতিথিদের একজন দরজা খুলে দেন।

পরে নিহতের স্ত্রী বাসায় ঢুকে তার স্বামী শামসুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই সময় ভিতরে থাকা অতিথিরা দ্রুত পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় শামসুদ্দিনকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ জার্নাল/কেএ