রাজধানীর ওয়ারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শফিক (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওয়ারীর বনগ্রাম আন্ধারগলি লোহার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত অবস্থান শফিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান মো. হাসান। তিনি বলেন, রক্তাক্ত অবস্থায় বনগ্রামের আন্ধারগলি লোহার মার্কেটের সামনে পড়ে ছিলো ছেলেটা। তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি। পরে জানতে পেরেছি তিনি ওই এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
তবে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছেন, তা জানাতে পারেননি হাসান। নিহতের ঠিকানাও নিশ্চিত হতে পারেননি তারা।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ছুরিকাহত শফিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন যুবককে পুলিশ ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তাদের কথাবার্তায় সন্দেহ হলে থানায় খবর দেয়া হয়। পুলিশ তাদের আটক করে নিয়ে গেছে।
বাংলাদেশ জার্নাল/কেএ