রাজধানীর সবুজবাগের একটি বাসায় দুই শিশুসন্তানের মুখ বেঁধে তাদের মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর নাম মুক্তা আক্তার।
শনিবার রাতে সবুজবাগ থানার ডিউটিরত কর্মকর্তা আবিল দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জেনেছি ওই নারীকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
পুলিশ জানায়, দুপুরের পর কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বড় সন্তানের বয়স ৫ থেকে ৬ বছর ও ছোট সন্তানের বয়স দেড় বছর। তার গ্রামের বাড়ি রংপুর।
এ বিষয়ে সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) আজগর আলী বলেন, নিহত মুক্তার স্বামী ফরিদপুরে চাকরি করেন, তিনি সেখানেই থাকেন। মুক্তা দুই সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। নিহতের বড় সন্তানের বয়স পাঁচ থেকে ছয় বছর। ছোট সন্তানের বয়স দেড় বছর।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা এটাকে একটি হত্যাকাণ্ড হিসেবে ধরে নিচ্ছি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলে নেয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।
বাংলাদেশ জার্নাল/এফজেড/আরকে