রাজধানীতে আওয়ামী লীগ নেতাসহ দুজন হত্যার ঘটনায় মামলা

স্বাস্থ্য


রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ দুজন নিহতের ঘটনায় শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী সংরক্ষিত মহিলা কাউন্সিলর ডলি। আসামি করা হয়েছে অজ্ঞাত নামা কয়েকজনকে।

শুক্রবার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বাংলাদেশ জার্নালকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রকাশ্যে গুলি করে দুজন নিহতের ঘটনায় শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৮।

ওসি বলেন, কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। সব বিষয় মাথায় রেখেই আমরা ঘটনা তদন্ত করছি।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে শাহজাহানপুর এলাকায় যানজটে আটকে থাকা মাইক্রোবাসে অবস্থানরত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার এ সময় সেই ব্যক্তির মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরা ছিল। গুলি করে সেই দুর্বৃত্ত ঘটনাস্থল থেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

এতে জাহিদুল ইসলাম টিপু ও তার গাড়িচালক মনির হোসেন মুন্না (৩০) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় মাইক্রোবাসের পাশে আটকে থাকা একটি রিকশার আরোহী প্রীতি নামে এক কলেজ শিক্ষার্থীও গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জাহিদুল ও প্রীতির মৃত্যু হয়। জাহিদুলের গাড়ি চালকের হাতে গুলি লেগেছে, তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

নিহত জাহিদুল ইসলাম মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত সংরক্ষিত নারী কাউন্সিলর ডলি তার স্ত্রী। আর নিহত রিকশা আরোহী প্রীতি বদরুন্নেসা কলেজের অনার্সের ছাত্রী।

বাংলাদেশ জার্নাল/এফজেড/এসএস