রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ছুরিকাঘাতে খুন

স্বাস্থ্য


রাঙ্গামাটি উপজেলার জেনারেল হাসপাতাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন জয় ত্রিপুরা (২৫) নামে এক ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে রাঙ্গামাটি পুলিশ সুপার মোদদাছছের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার জেনারেল হাসপাতাল সংলগ্ন ডাকঘরের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জয় ত্রিপুরা সদর উপজেলার বাসিন্দা খোকন মনি ত্রিপুরার ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন।

রাঙ্গামাটি পুলিশ সুপার মোদদাছছের হোসেন বলেন, বুধবার (১৬ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটেছে। তাকে কে বা কারা হামলা করেছিল তা তদন্তে বেরিয়ে আসবে। হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।


বাংলাদেশ জার্নাল/ওএফ