পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন রংপুরের পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে এই কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
তবে এনা, নাবিল, সৌখিন ও শাহ ফতেহআলী পরিবহনের কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেছে। বেতন ভাতা পরিশোধ থাকায় কর্মবিরতি নেই তাদের শ্রমিকদের।
সরেজমিনে দেখা গেছে, আজ মঙ্গলবার সকালে কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ডে অলস সময় কাটাচ্ছেন চালক ও শ্রমিকরা। কাউন্টার থেকে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ রাখায় বিপাকে পড়েছেন আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা।
শ্রমিকরা জানান, ঢাকায় তাদের কেন্দ্রীয় নেতাদের মধ্যস্থতায় মালিক-পক্ষের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপরই সিদ্ধান্ত আসবে।
এ দিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ ধর্মঘটের বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন।
তিনি বলেন, ঢাকায় খোঁজ নিয়ে জানতে হবে। আমরা চাই না রমজান মাসে পরিবহনের জন্য মানুষের কষ্ট হোক।
বাংলাদেশ জার্নাল/ওএফ