ময়মনসিংহের পাগলা থানায় রিয়েল (১৯) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদহে উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যার দিকে উপজেলার উস্থি ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রিয়েল কান্দাপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে এবং কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, রোববার বিকেলে রিয়েল নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে ছিলেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তারা দেখেন, আঁড়ার সঙ্গে ফাঁস দিয়ে রিয়েল ঝুলে আছেন।
পরে খবর পেয়ে পুলিশ এসে সন্ধার পর মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কী কারণে রিয়েল আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
ওসি জানান, সোমবার সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ জার্নাল/আর