কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম পেঠান আলী (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে রূপপতি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পেটান আলী উখিয়া ভালুকিয়া এলাকার বাসিন্দা।
দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অলিউডর রহমান।
তিনি জানান, শনিবার রাতে কক্সবাজারগামী পানভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রূপপতি নামক এলাকায় খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা পান ব্যবসায়ী ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ট্রাক চালকসহ আরও চারজন আহত গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/এসএস