ইউক্রেনে যুদ্ধ করছে রুশ বাহিনী, দেখা মিলছে না রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর! এমন পরিস্থিতিতে গুজব ছড়িয়ে পড়েছিল যে, তিনি হয়তো মারা গেছেন।
কিছু গণমাধ্যমে খবর আসে, হয়তো হৃদরোগে মারা গেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সারগেই সইগু।
অবশেষে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিথ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে জানালো, সারগেই সইগু বেঁচে আছেন এবং বহাল তবিয়তেই আছেন।
ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার অস্ত্র-বাজেট ঘোষণার সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে তিনি অবস্থান করছেন। সারগেই সইগু প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত। সূত্র: এএফপি।
বাংলাদেশ জার্নাল/ টিটি