মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বাধীনতা দিবসে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ১০টা থেকে উপজেলার হরপাড়া এলাকার উপজেলা বিএনপি কার্যালয়সহ শ্রীনগর চৌরাস্তা, বাইপাস, কলেজগেটের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নেতাকর্মীরা জানান, স্বাধীনতা দিবস পালনে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম পক্ষ ও সাবেক সভাপতি মোমিন আলীর পক্ষ পাল্টিপাল্টি র্যালি ও পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে। তবে দুটি পক্ষের আয়োজনেই পুলিশ বাধা দেয়। বিএনপি সভাপতি সহিদুল ইসলাম পক্ষের নেতাকর্মীরা র্যালি নিয়ে শহীদ বেদির অভিমুখে যাত্রাকালে কয়েকটি স্থানে ১০-১৫ জন নেতাকর্মীর ওপর লাঠিচার্জ করে পুলিশ।
এদিকে বিএনপি নেতা মোমিন আলী নেতাকর্মীদের নিয়ে জশুরগাও এলাকায় র্যালি করতে চাইলে বাধা দেয় পুলিশ। এরপর কোলাপাড়া এলাকায় গিয়ে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে।
এ বিষয়ে অভিযোগ করে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি সহিদুল ইসলাম বলেন, র্যালি নিয়ে শহীদ মিনারে ফুলে ফুলে দেয়ার কথা ছিল। কিন্তু পুলিশে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়। বিভিন্ন স্থানে ১৫-২০ জনকে লাঠিচার্জ করে তাড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে মোমিন আলী পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বিএনপির মোমেন আলী গ্রুপ ও শহিদুল গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ দায়িত্ব পালন করেছে।
বাংলাদেশ জার্নাল/এসকে