মালয়েশিয়ার কথা বলে রোহিঙ্গাদের নামাল সোনাদিয়া

স্বাস্থ্য


১৩৫ জন রোহিঙ্গাকে সাগরপথে মালয়েশিয়া নেবার কথা বলে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে ট্রলার থেকে নামিয়ে দেয় একটি দালাল চক্র।

জানা গেছে, রোহিঙ্গাদের খবর পেয়ে মহেশখালীর সোনাদিয়া চর এলাকা থেকে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এসময় বিকেল ৫টা পর্যন্ত নারী-পুরুষসহ ১৩৫ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৫৭ জন নারী এবং অন্যরা পুরুষ ও শিশু। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের বাইরে আনে দালাল চক্রের সদস্যরা। গোপন তথ্যের ভিত্তিতে সোনাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানিয়েছে, তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ‘সক্রিয় একটি দালাল চক্র’ সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে তাদের ট্রলারে তোলে। পরে সোমবার ভোররাতে তাদের সোনাদিয়া দ্বীপে নামিয়ে দিয়ে ট্রলার নিয়ে পালিয়ে যায় দালাল চক্রটি।

রফিকুল ইসলাম জানান উদ্ধার হওয়া রোহিঙ্গাদের কক্সবাজার সদরে পৌঁছানোর পর উখিয়ার কুতুপালংয়ের ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এরপর তাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত দেয়ার ব্যবস্থা হবে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় যাওয়ার পথে সোনাদিয়া দ্বীপে ১৩৫ রোহিঙ্গা উদ্ধার


বাংলাদেশ জার্নাল/কেএ