বৈঠকের উদ্দেশ্যে তুরস্কে রাশিয়া-ইউক্রেনের আলোচকরা

স্বাস্থ্য


ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের পেরিয়ে গেছে এক মাস। চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের লক্ষ্যে আবারও তুরস্কে বৈঠকে বসতে চলেছেন দুই দেশের আলোচকরা।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইতোমধ্যেই দুই দেশের কর্মকর্তারা ইস্তাম্বুলে পৌঁছে গেছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০ টায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও বুধবার আরও এক দফা বৈঠকে বসার কথা রয়েছে দুই দেশের প্রতিনিধিদের।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক।

প্রতিনিধিরা জানিয়েছে, তাদের শান্তি আলোচনার প্রধান লক্ষ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা। যদিও এমনটা সম্ভব হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট পরিমাণ সংশয় থেকেই যাচ্ছে।

এদিকে তুরস্কে নির্ধারিত এই বৈঠকের আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ন্যাটো ইস্যুতে ইউক্রেনের নিরপেক্ষতা ঘোষণা করতে এবং দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকার বিষয়ে সমঝোতা বিবেচনা করার জন্য ইউক্রেন প্রস্তুত।

তিনি আরও বলেন, রাশিয়াকে সম্পূর্ণরূপে ইউক্রেন ছেড়ে যেতে বাধ্য করা অসম্ভব এটা বুঝতে পারছি। এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে সমগ্র বিশ্বকে।

বাংলাদেশ জার্নাল/এসএস