‘বিদেশি ষড়যন্ত্রে’র বিরুদ্ধে বিক্ষোভের ডাক ইমরানের

স্বাস্থ্য


অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুতির ঝুঁকির মুখে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘বিদেশি ষড়যন্ত্রে’র বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন।

শনিবার পাকিস্তানের জিও টিভি অনলাইন এ খবর জানিয়েছে।

কাল রোববার পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। ভোটে ইমরান খান হেরে গেলে তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হতে পারে। ইতোমধ্যে ইমরান খানের সরকারের এক শরিক দল জোট ছেড়েছে।

এতে আরও বেশি ঝুঁকিতে পড়েছে তার প্রধানমন্ত্রীত্ব। দ্য ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, শনিবার ইমরান খান সরাসরি ফোন কলে পাকিস্তানের জনগণের সঙ্গে কথা বলেন।

স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে এ প্রশ্নোত্তর পর্ব শুরু হয়, যা বিভিন্ন টেলিভিশন, রেডিও এবং ডিজিটাল গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

প্রশ্নোত্তর পর্বের শুরুতে পাঁচ মিনিট কথা বলেন ইমরান খান। তিনি বলেন, ‘টেলিফোন কল নেয়ার আগে আমি আমার দেশের জনগণের সাথে পাঁচ মিনিট কথা বলতে চাই। কারণ, এ মুহূর্তে পাকিস্তান একটি নির্ধারক পয়েন্টে দাঁড়িয়ে আছে।’ তিনি বলেন, ‘এটি দেশের ভবিষ্যতের জন্য একটি যুদ্ধ।’

ইমরান খান বলেন, ‘দুটি পথ আমরা নিতে পারি। আমরা কি ধ্বংসের পথ নিতে চাই নাকি গর্বের পথ? এ পথে জটিলতা রয়েছে। কিন্তু এটা আমাদের নবীর পথ। এ পথ আমাদের ভালোর জন্য। এই পথ দেশে বিপ্লব এনেছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী তারপর দেশটির রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘পাকিস্তানের রাজনীতি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে জাতিকে সিদ্ধান্ত নিতে হবে- আপনি আজ দেশকে কোথায় নিয়ে যেতে চান।’

তিনি বলেন, ‘যে সমাজ সততা এবং ন্যায়বিচারের ভিত্তিতে দাঁড়ায়- সেটি নতুন এক জীবন পায়। কিন্তু একটি সমাজ যখন নিরপেক্ষ হয়, তখন সে খারাপকে সমর্থন করতে শুরু করে।’

ইমরান খান বলেন, ‘বর্তমানে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং এটা প্রমাণিত হয়েছে যে, সরকার পতনের জন্য রাজনীতিবিদদের ছাগলের মতো কেনা হচ্ছে। ষড়যন্ত্র শুরু হয়েছিল বিদেশে এবং এখানে মীর সাদিকরা বিদেশি এসব লোকজনকে সাহায়তা করছেন।

তিনি বলেন, ‘ইতিহাস কখনই তাদের ভুলে যায় না এবং আমি চাই পাকিস্তানের ইতিহাসও যেন এই বিশ্বাসঘাতকদের ভুলে না যায়। এটি আপনার দায়িত্ব। তাদের মনে হতে দেবেন না যে আপনি ভুলে গেছেন।’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, তার বিরুদ্ধে ‘বিদেশি ষড়যন্ত্র’ প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ‘মন্ত্রিসভা, এনএসসি এবং পার্লামেন্টের নিরাপত্তা কমিটি এটা দেখেছে। অফিসিয়াল নথিতে বলা হয়েছে, আপনি যদি ইমরান খানকে সরিয়ে দেন, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে।’

দেশের তরুণদের উদ্দেশে ইমরান বলেন, ‘আপনাদের চুপ করে বসে থাকতে হবে না। (কারণ) আপনি যদি চুপ থাকেন, তবে আপনি খারাপের পক্ষে থাকবেন। আমি চাই আপনারা প্রতিবাদ করুন এবং এ ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলুন। আমার জন্য নয়, আপনাদের ভবিষ্যতের জন্য।

বাংলাদেশ জার্নাল/ টিটি