বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন মঞ্জুর

স্বাস্থ্য


রাজধানীর মতিঝিল থানায় নাশকতার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার (১২ এপ্রিল) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্যের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

২০২০ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইশরাক হোসেনকে গত ৬ এপ্রিল মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় শ্রমিক দল আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচি থেকে ইশরাককে আটক করে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু জানিয়েছিলেন, গাড়ি পোড়ানোর একটি মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক নম্বর আসামি। এই মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসএস