বাগেরহাটে সমাজসেবার কর্মচারীকে কুপিয়ে হত্যা

স্বাস্থ্য


বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহায়ক নাইম খানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গাংনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাইম মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল খানের ছেলে।

স্থানীয়রা জানান, নাইম তার বাড়ির পাশে হিরন মার্কেটের একটি দোকানে লুডু খেলছিলেন। রাত সাড়ে ৮টার দিকে তার ফোনে একটি কল আসে। এরপর লুডু খেলা ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর হিরনের পরিত্যক্ত বাড়ির উঠানের পাশে এক নারী তাকে গলা, হাত কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। এ সময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, নাইম খানকে তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাইমের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।


বাংলাদেশ জার্নাল/ওএফ