বাইডেনের বক্তব্যের পাল্টা জবাব দিলো ক্রেমলিন

স্বাস্থ্য


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের জবাবে ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, পুতিন ক্ষমতায় থাকবেন কি না, সে সিদ্ধান্ত বাইডেনের নয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন, পুতিনের ক্ষমতায় থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি বাইডেনের নয়। রাশিয়ার প্রেসিডেন্টকে নির্বাচন করেছেন রাশিয়ার জনগণ।

এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, বাইডেন শাসনক্ষমতা পরিবর্তনের আহ্বান জানাননি। তিনি বলতে চেয়েছেন, পুতিনকে তার প্রতিবেশী দেশ বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করতে দেয়া যাবে না।

বাইডেন এর আগে ওয়ারশতে বক্তৃতা দেন। সেখানে তিনি ইউক্রেন সরকারের মন্ত্রী ও পোল্যান্ডে সীমান্ত পেরিয়ে আসা শরণার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করেন। ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় বাইডেনকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেন, আপনি প্রতিদিন ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডের ওপর নজর রাখেন। খেয়াল করেন, তিনি এই মানুষগুলোর (শরণার্থী) সঙ্গে কী করছেন। আপনি কী ভাবছেন? জবাবে বাইডেন বলেন, তিনি (পুতিন) একটা কসাই।

আরও পড়ুন: পুতিনকে ‘কসাই’ বললেন বাইডেন

বাংলাদেশ জার্নাল/এমএম