বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

স্বাস্থ্য


ময়মনসিংহ নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা স্বদেশী বাজার মোড়ে বহুতল ভবন থেকে পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার ২টার দিকে

ওই এলাকা রাইট পয়েন্ট নামে ১২ তলা ভবন থেকে মেয়েটি পড়ে যায়।

নিহত স্কুলছাত্রীর নাম অর্ক প্রিয়া ধর শ্রীজা (১৫)। সে ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও গবেষক স্বপন ধরের মেয়ে। সে সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

তবে মেয়েটি সেখান থেকে কীভাবে পড়ে গেল তা জানা যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/আরকে