বগুড়ায় আজ থেকে রাত আটটার পর দোকানপাট বন্ধ

স্বাস্থ্য


করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বগুড়া শহরের সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট, বিপণিবিতান রাত আটটার পর বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার রাত থেকে আটটার মধ্যে বন্ধ রাখার আহ্বান জানিয়ে পৌরসভার পক্ষ থেকে শহরে মাইকিং করা হয়েছে।

বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান জানিয়েছেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দোকানপাট বন্ধের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় আপাতত রাত আটটার পর ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট-বিপণিকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের পরামর্শে এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহরের জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতি, নিউমার্কেট ব্যবসায়ী সমিতি, রানার প্লাজা, শেখ সরিফ উদ্দিন সুপার মার্কেট, আল আমিন কমপ্লেক্স, সপ্তপদী মার্কেট, রেলওয়ে হকার্স মার্কেটসহ শহরের সব বিপণিবিতান রাত আটটার পর বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আজ সোমবার থেকে কার্যকর হবে।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন গত এক সপ্তাহে মাস্ক না পরায় শতাধিক ব্যক্তিকে জেল-জরিমানা করেছে।

বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে শহরে সংক্রমণ পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে। জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৫৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। করোনায় মৃত্যুসংখ্যা ২০০ ছুঁয়েছে। রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আর