দায়িত্বভার গ্রহণের পর থেকেই সমালোচনা যেন পিছু ছাড়ছে না চট্টগ্রামের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকে ডিজাইন ফর চেইঞ্জ-অ্যাপ্রোচ প্রজেক্টের আওতায় ফ্রোবেল একাডেমির শিক্ষার্থীদের আঁকা জেব্রা ক্রসিং নিজের ‘ক্রেডিট’ বলে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে মেয়রের বিরুদ্ধে।
গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে নিজের ফেসবুক আইডিতে মেয়র রেজাউল জেব্রা ক্রসিংয়ের ৫টি ছবি সংযুক্ত করে দেয়া একটি পোস্টে লিখেছেন ‘নগরের প্রতিটি সড়কে জনসাধারণের রাস্তা পারাপারের সুবিধার্থে আঁকা হচ্ছে নতুনরূপে জেব্রা ক্রসিং’।
একইদিন রাত সাড়ে ১১টার দিকে রিয়াদ রশিদ নামে একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয়, মেয়র কিংবা সিটি কর্পোরেশন নয়। জেব্রা ক্রসিংটি করেছে ফ্রোবেল একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মেয়র রেজাউলের সেই পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করে রিয়াদ রশিদ ফেসবুকে লিখেন, জনাব মেয়র মহোদয় রেজাউল করিম চৌধুরী এই জেব্রা ক্রসিং ফ্রোবেল একাডেমির ছাত্রদের করা। আপনি বা সিটি কর্পোরেশন এটি করেনি। আপনার পোস্টটিতে একবারও স্কুলটির নাম নিলেন না। এর ওর ছবি সংগ্রহ করে নিজের নামে চালানো খুবই নিন্দনীয় একটি কাজ। আমি লজ্জিত একজন মেয়র এসব কাজ করছে।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আমার ব্যক্তিগত কোন ফেসবুক পেইজ নেই। আমি কখনও ফেসবুক ব্যবহার করিনি। ফেসবুকে আমি বিশ্বাসও করি না।
যদিও ‘রেজাউল করিম চৌধুরী’ নামের ফেসবুক পেইজ থেকে মেয়র রেজাউল করিম চৌধুরীর বিভিন্ন কার্যক্রম প্রচার করা হয়। এমনকি বিভিন্ন অনুষ্ঠানের লাইভেও যাওয়া হয় ওই ফেসবুক পেইজ থেকে।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ নিজেদের ফেসবুক পেইজ থেকে ফ্রোবেল একাডেমি শিশুবান্ধব জেব্রা ক্রসিংয়ের দুটি ভিডিও শেয়ার করে। জাতীয় শিশু দিবসে ফ্রোবেল একাডেমির শিক্ষার্থীদের সড়কে জেব্রা ক্রসিং আঁকতে দেখা যায় সেই ভিডিওতে।
বাংলাদেশ জার্নাল/এমএম