ফরিদপুরে শীর্ষ সন্ত্রাসী ‘ভাগ্নে জুয়েল’ গ্রেপ্তার

স্বাস্থ্য


ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী আরাফাত হোসেন ওরফে ভাগ্নে জুয়েলকে (৪২) গ্রেপ্তার করেছে ডিবি।

শনিবার জেলা সদরের ব্রাহ্মণকান্দা এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি দুই ভাই শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের ভাগ্নে জুয়েল ব্রাহ্মণকান্দার মৃত মনসুর মোল্যার ছেলে।

জুয়েলের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানা ও ঢাকার সাভার থানায় হত্যা, অস্ত্র মামলা ও মাদক আইনে হাফ ডজনেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যাপারে এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, গ্রেপ্তার জুয়েল ফরিদপুরের ‘মাদক সম্রাজ্ঞী’ শাহেদার মেয়ে ফারজানা ওরফে ফারজুর (৩২) প্রথম স্বামী।

বাংলাদেশ জার্নাল/এসকে