ফরিদপুরে বাস চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার সন্ধ্যায় ফরিদপুর সদরের করিমপুর নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুই পথচারী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ।
তিনি বলেন, মেহেরপুর থেকে চট্টগ্রামগামী ‘জে আর পরিবহন’ নামের একটি বাস করিমপুর এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এ সময় ওই দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। পুলিশ এ ব্যাপারে কাজ করছে।
বাংলাদেশ জার্নাল/এসকে