ফরিদপুরে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

স্বাস্থ্য


ফরিদপুরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ শাহাদত হোসেন নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার শাহাদত জেলা সদরের গোয়ালকান্দী এলাকার আমির শেখের ছেলে।

ডিবি ওসি রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে ফরিদপুর সদরের দেওড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ২০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই মাদক বিক্রেতাকে দুপুরে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশ জার্নাল/ওএফ