ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অসামাজিক কার্যকলাপের অপরাধে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া ৭ ব্যক্তিকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে হোটেলটিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছাদুর রহমান। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম ও দিপজন মিত্র উপস্থিত ছিলেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রয়েল প্যালেস নামে আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অসামাজিক কার্যকলাপের অপরাধে এক ব্যক্তিকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই ব্যক্তিকে ৩মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছাদুর রহমান বলেন, শহরের আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ জার্নাল/আরকে