প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে মারামারি

স্বাস্থ্য


পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ পূর্ব ধাওয়ার ৬১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে মারামারি হয়েছে। এতে এক ইউপি সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালের দিকে বিদ্যালয়টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। আহত ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর হোসেন মিলনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, দক্ষিণ পূর্ব ধাওয়ার ৬১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যলয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটার পরপরই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিএনপি নেতা আবুল কালাম হাওলাদার লোকজন নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলা করা হবে।

অপরদিকে বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম হাওলাদার বলেন, আলমগীর হোসেনকে অনুষ্ঠানে কে দাওয়াত দিয়েছে, এটা জিজ্ঞেস করায় বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। তেমন কিছু হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলি নেওয়াজ রিপন বলেন, এ ঘটনাটি দুঃখজনক। তবে কেনো এমনটা হলো এর সঠিক কারণ বলতে পারেননি তিনি। পূর্ব শত্রুতা হতে পারে বলে ধারণা তার।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মাসুদ খান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশের একটি দল আহত ইউপি সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বাংলাদেশ জার্নাল/এসকে